শিক্ষারমান উন্নয়নের প্রচেষ্টায় শিক্ষক মন্ডলী

Notice Category:প্রতিষ্ঠান পরিচিতি

  • শ্রেণি পাঠ দল রুটিন ও সিলেবাস অনুযায়ী সম্পন্ন করা।
  • নির্ধারিত খাতায় শ্রেণি পরীক্ষা/পাঠ মূল্যায়ন।
  • উপস্থিতি নিশ্চিত করন- ডিজিটালী অভিভাবককে অবহিত করা।
  • শিক্ষার্থীর পাঠোন্নয়ন/পাঠের অবস্থা পতিমাসে পর্যবেক্ষন ও ব্যবস্থা গ্রহন।
  • শিক্ষার্থীর সমস্যা নিয়ে নিয়মিত টেলি-যোগাযোগ।
  • শিক্ষার্থীর ডায়েরী নিয়মিত পর্যবেক্ষন/অবস্থা তুলে ধরা।
  • অতিরিক্ত শ্রেণি কার্যক্রমমের ব্যবস্থা গ্রহন।
  • শিক্ষকদের অরিয়েন্টেশন,ওর্য়াকশপ,কম্পিউটার পদ্ধতিতে ইনহাউজ প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি।
  • সার্বিক পরীক্ষার পূর্বে  টিউটোরিয়াল পরীক্ষা গ্রহন।
  • প্রয়োজন অনূযায়ী বিশেষ ক্লাসের ব্যবস্থা গ্রহন।
  • প্রধান শিক্ষকের প্রত্যক্ষ তত্তাবধানে শ্রেণি কার্য-পর্যবেক্ষন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের বিধিয়তা বাড়ানো।
  • একাধারে তিন কার্যদিবস পাঠ প্রস্তুত/সম্পন্ন করেনি এমন শিক্ষার্থীর ব্যবস্থা গ্রহন।
  • শিক্ষার্থীর পাঠ à¦¸à¦®à§à¦ªà¦¨à§à¦¨ করার ক্ষেত্রে শিক্ষকের তৎপরতা মনিটর।