প্রধান শিক্ষকের বানী

Notice Category:বাণী

শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম এবেকটি । নাগরিকগণের এ ‍অধিকার বান্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য । এলাকার শিক্ষা সচেতন মানুষের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা স্বীয় অর্থ ও ভুমি এবং সরকারের শিক্ষাবোর্ড ও মন্ত্রনালয়ের সহযোগিতায় গড়ে উঠে শিক্ষা প্রতিষ্ঠান । এমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো - গকুলগর উচ্চ বিদ্যালয় ।যার পদযাত্রা শুরু স্বাধীনতার ঠিক একটি বছর আগে ’’ গকুলনগর জুনিয়ার স্কুল ” নামে ; অতঃপর গকুলগর উচ্চ বিদ্যালয় নামে গকুলনগর পানধোয়া, সেনওয়ালিয়া, হাউজিং সোসাইটি, কুরগাও, চারিগ্রাম, মনোদিয়া, মনোহর-এর বিস্তৃত এলাকার শিক্ষার্থীদের জাতীয় শিক্ষার চাহিদা পূরণ করে চলছে । সর্বশ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান ‍হিসেবে এলাকায় সুনাম কুরিয়ে চলেছে। প্রতিষ্ঠানটিকে আইসিটি সমৃদ্ধ করার লক্ষ্যে ২০১২ সালে প্রতিষ্ঠা করা হয়েছে বিদ্যালয়ের অর্থায়নে আইসিটি ল্যাব। বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রনণলয় কতৃক ‍নির্দেশের পরপরই বিদ্যালয়টির কার্যক্রম à¦†à¦‡à¦¸à¦¿à¦Ÿà¦¿à¦° আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। অচিরেই সুবিধাভোগী জনগোষ্ঠী ও সংশিষ্ট কর্মকর্তাগণ এ সম্পর্কে অবহিত হবেন। আমরা একুশ শতক এবং বিশ্বায়নের এযুগে আমাদের শিক্ষার্র্থীদের চ্যালেঞ্জ পূরণে তৎপর রয়েছি। অত্রবিদ্যাপীঠের মাধ্যমে জাতীয় শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন দেশ মাতৃকার কল্যাণে শিক্ষার ভীত দিয়ে শিক্ষার্থীর প্রতিভার বিকাশ সাধন,দেশ প্রেমিক; চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়েবব তোলাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। সম্পতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং এলাকার জনগোষ্ঠী উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়টি কলেজে উন্নীত করতে। আমরা অত্র এলাকার সকল শ্রেণির মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করি।

ধন্যবাদান্তে 
মোঃ ইয়াদ আলী
প্রধান শিক্ষক
এম.এ. এম.এড, বি.এ অনার্স
গকুলগর উচ্চ বিদ্যালয়