শিক্ষক প্রতিনিধির কথা

Notice Category:বাণী

শিক্ষা জাতীয়  জীবনের সবর্তমুখী উন্নয়নের পূর্বশর্ত আর দ্রুত পরিবর্ত শীল বিশ্বের চ্যালেন্জ মোবাবিলা করে বাংলাদেশ কে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত জনশক্তি।ভাষা আরন্দোলন ও মুক্তিযুদ্ধের  চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষর্থীদের অন্তনির্হিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করতে ১৯৭০ইং সালে প্রতিষ্ঠিত হয় গকুল নগর উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্য চেতনা মহান মুক্তিযুদ্ধের চেতনা,শিল্প,সাহিত্য সংস্কৃতি বোধ ,দেশ প্রেম, প্রকৃতি চেতনা এবং ধর্ম - গোত্র নারী-পুরুষ নির্বিশেষে সম্মান ও মর্দাযা প্রতিষ্ঠায় অত্র প্রতিষ্ঠান অগ্রনীয় ভুমিকা পালন করে আসছে। আমি অত্র বিদ্যালয়ের শিক্ষক হিসেবে গর্ব বোধ করি । প্রতি বছরের মত “বার্ষিক প্রতিবেদন ২০১৭”প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত। “বার্ষিক প্রতিবেদন “ বিদ্যালয়র সার্বিক কর্মকান্ড তুলেধরে জাতি গঠনে ভুমিকা রাখবে এই প্রতাশায় করি। বার্ষিক প্রতিবেদন প্রকাশে অংশ গ্রহনকারী সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং শিক্ষার্থীদের সুসাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করি ।আমাদের সাথে আনন্দ ও শান্তি সদা বিচরন করুক।

মোঃ নজরুল ইসলাম তালুকদার

শিক্ষক প্রতিনিধি

গকুল নগর উচ্চ বিদ্যালয়

সাভার,ঢাকা।